আমেরিকা , বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১ দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’ নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে আইন : ভোটার প্রতি ১০ টাকার সীমা ম্যাকম্বে ব্যবসায়ীকে গুলি : আরও দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ গণভোট ও সনদ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চায় জামায়াত ওকল্যান্ড কাউন্টিতে আইটি চুক্তি কেলেঙ্কারি
কেন্টে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অভিষেকে প্রবাসীদের ক্ষোভ

সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০১:৩৪:৪৫ পূর্বাহ্ন
সিলেটবাসীর বঞ্চনার অবসান চাই
লন্ডন, ২৪ অক্টোবর : “আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়, অথচ আমরা সিলেটবাসী প্রশাসনিক অবহেলার ছায়ায় প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছি এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না” গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা এমনই ক্ষোভ প্রকাশ করেছেন।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানটি গতকাল (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্যের কেন্ট শহরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন ও কমিউনিটি লিডার হারুনুর রশিদ। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া ও শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।
কেন্ট রিজিওনের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ ও সাউথ ইস্ট রিজিওনাল কেন্দ্রীয় কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় উক্ত সম্মেলন ও ডিনারপার্টিতে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ  ড. হাসনাত এম হোসাইন এম বি ই।
বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট  ইউকের সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, প্রাক্তন সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সাউথ ইস্ট রিজিওনাল জয়েন্ট কনভেনর রেজাউল করিম সিপার,সদস্য সচিব তাজুল ইসলাম, সাংগঠনিক শাহ শাফি কাদির, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রাফি, সৈয়দ কাহের, রেজাউল কবির রাজা, মুস্তাফিজ খন্দকার পায়েল,মুক্তিযোদ্ধার সন্তান কবি নুরজাহান রহমান শিল্পী,ও জায়েদ ইমতিয়াজ চৌধুরী। 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের কেন্ট  রিজিওনাল নতুন কমিটিতে যুবসংগঠক মুক্তার আলীকে চেয়ারপার্সন, তাহামুল হোসেন লিটনকে জেনারেল সেক্রেটারী, আব্দুল আহাদকে ট্রেজারার, ও কবি নুরজাহান শিল্পীকে উইমেন্স অ্যাফেয়ার্স সেক্রেটারি করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ১৫ সদস্য উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত করা হয়েছে।
সংগঠন এর প্রয়াত নেতৃবৃন্দের ইসহালে সওয়াব উপলক্ষে মাগফেরাত কামনা, অসুস্থ রোগীদের সুস্থতা, ও মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন আসফোড মসজিদের ঈমাম ও খতীব মাওলানা মিজানুর রহমান। 
সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর তাঁর  লিখিত প্রস্তাবে ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু, হাইকমিশনে নো-ভিসা ফি পুনর্বহাল এবং বিমানের টিকিটমূল্য কমানোর দাবি জানান। উপস্থিত সবাই করতালির মাধ্যমে এসব দাবির প্রতি সমর্থন জানান।
প্রধান অতিথি সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসাইন এম বি ই, সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন এই সব ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয়  সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ  ড. মুজিবুর রহমান বলেন, প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার করা এবং সিলেট বিভাগের সার্বিক উন্নয়নে ও মানবতার কল্যাণে এবং বৃটেনের বাংলাদেশ কমিউনিটি উন্নয়নে  কার্যকর ভূমিকা রাখাই সংগঠনের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের সাউথ ইস্ট রিজিওনাল চেয়ারপার্সন  হারুনুর রশিদ সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এছাড়াও সংগঠনকে গতিশীল করতে  ও আগামীতে আরও  বলিষ্ঠ ভূমিকা রাখতে দীপ্ত শপথ সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইল থেকে নিউইয়র্ক : ইতিহাস লিখলেন বিচারপতি সোমা সায়ীদ

টাঙ্গাইল থেকে নিউইয়র্ক : ইতিহাস লিখলেন বিচারপতি সোমা সায়ীদ