হ্যামট্রাম্যাক, ২৫ অক্টোবর : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে মিশিগানে পৌঁছেছেন। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে।
তাঁর আগমন উপলক্ষে আজ শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হ্যামট্রাম্যাক সিটির ‘গেইট অব কলাম্বাস’ মিলনায়তনে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, এতে রাজ্যের বিভিন্ন সিটি থেকে আগত নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেবেন।
এই সফরকে কেন্দ্র করে প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মতে, ডা. শফিকুর রহমানের এই সফর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
সূত্র জানায়, সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :