এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট
-
আপলোড সময় :
২৬-০৫-২০২৩ ১২:১৮:৩০ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২৬-০৫-২০২৩ ১২:১৮:৩০ পূর্বাহ্ন
ঢাকা, ২৬ মে : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার আয়রন লেডি আখ্যা পেলেন। এই সম্মান দিয়েছে লন্ডনের বিখ্যাত দ্য ইকোনমিস্ট পত্রিকা। সাপ্তাহিক পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা দেশনেত্রী। তাঁর নেতৃত্বে দারিদ্র দূরীকরণের পাশাপাশি বেশিরভাগ সময় ৭ শতাংশ জিডিপি বৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী তার দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। সবমিলিয়ে মোট চারবার তার নেতৃত্বে ক্ষমতাসীন হয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে পরপর তিনটি নির্বাচনে জয়লাভ করেছে দলটি। যা ইন্দিরা গান্ধী বা মার্গারেট থ্যাচারের ক্ষমতার সময়কালের চেয়েও বেশি। ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে প্রথম এই বিরল সম্মানে অভিহিত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স