আমেরিকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনিস আলমগীর ও শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি–জামায়াত ও এনসিপি ডেট্রয়েট পার্কে শিশুর গলা কাটার চেষ্টা : প্রবীণ আসামির  ১৫ বছর কারাদণ্ড দীর্ঘ নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান গুলিবিদ্ধ  হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটে বর্ণিল হলিডে পার্টি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট : তফসিল ঘোষণা ভোটের ট্রেন ছাড়ছে সিলেটে মধ্যরাতে দুইবার ভূ-কম্পন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সপ্তাহজুড়ে দক্ষিণ-পূর্ব মিশিগানে তুষারপাতের সম্ভাবনা ভোটের তফসিলের দ্বারপ্রান্তে ইসি, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ড : গৃহকর্মী পলাতক ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি, উত্তরসূরি নিয়ে আলোচনা তুঙ্গে হ্যামট্রাম্যাক সিটিতে সংকট : ক্লার্ক রানা ফারাজ আদালতের দ্বারস্থ গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় -যুগ্মসচিব

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় -যুগ্মসচিব
সিলেট, ২৬ অক্টোবর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাদক অধিশাখা) এ.এফ.এম. এহতেশামূল হক বলেছেন, মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের ছোবল থেকে জাতিকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন ও সর্বস্তরের সচেতনতার বিকল্প নেই। রোববার (২৬ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ সেবা প্রত্যাশীদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মাদক নিয়ন্ত্রণ অফিস বিলুপ্ত করলেই ভালো হতো, কিন্তু সরকার এই দপ্তরটি তখনই সক্রিয় করেছে, যখন দেশের বহু মানুষ ইতোমধ্যে মাদকের করাল গ্রাসে পড়ে গিয়েছিল। তাদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতেই রাষ্ট্র এই কার্যক্রম হাতে নেয়।”
এ.এফ.এম. এহতেশামূল হক আরও বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক অপরাধীদের দমন করতে মাদক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি চাকরিতে নিয়োগ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার চিন্তাভাবনাও চলছে।
তিনি স্থানীয় জনগণকে মাদক নির্মূলে সরাসরি ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “যেখানেই মাদকের উৎপাত দেখা যাবে, সেখানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দ্রুত অবহিত করুন। স্থানীয় প্রশাসন মাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সিলেটকে ‘পুণ্যভূমি’ উল্লেখ করে তিনি বলেন, “এই অঞ্চলে মাদকের বিস্তার রোধ ও যুব সমাজকে রক্ষা করতে সামাজিক যুব আন্দোলন গড়ে তোলা জরুরি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, “মাদক মানেই খাদক। মাদকের মরণ ছোবল থেকে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক গণপ্রতিরোধই এখন সময়ের দাবি।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম, চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ ছাড়া অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মলয়ভূষণ চক্রবর্তী, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপপরিচালকসহ বিভাগীয় বিভিন্ন জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদকের পুত্র বিশ্বজিৎ মোদকের বিবাহ সম্পন্ন

বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদকের পুত্র বিশ্বজিৎ মোদকের বিবাহ সম্পন্ন