আমেরিকা , বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১ দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’ নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে আইন : ভোটার প্রতি ১০ টাকার সীমা ম্যাকম্বে ব্যবসায়ীকে গুলি : আরও দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ গণভোট ও সনদ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক চায় জামায়াত ওকল্যান্ড কাউন্টিতে আইটি চুক্তি কেলেঙ্কারি

সাউথগেটের সিনিয়র ফ্যাসিলিটিতে ফের আগুনে আতঙ্ক

  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১২:৩১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১২:৩১:২৩ পূর্বাহ্ন
সাউথগেটের সিনিয়র ফ্যাসিলিটিতে ফের আগুনে আতঙ্ক
শুক্রবার রাতের অগ্নিকাণ্ডের পর রবিবার আবারও আগুন নেভানোর কাজে ব্যস্ত সাউথগেটের দমকল বাহিনীর কর্মীরা/Photo : Robin Buckson, The Detroit News

সাউথগেট, ২৭ অক্টোবর: শুক্রবার রাতে আগুনে পুড়ে যাওয়া সাউথগেটের একটি সিনিয়র ফ্যাসিলিটিতে রবিবার আবার আগুনের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল ছিল ১৬৩৩৩ অ্যালেন রোডের ‘আমেরিকান হাউস সাউথগেট’।
সাউথগেট ফায়ার ডিপার্টমেন্ট এবং পার্শ্ববর্তী কয়েকটি ইউনিট রবিবার বিকেলে আবারও ঘটনাস্থলে পৌঁছায়। শুক্রবার রাতের মতো আগুনের তীব্রতা না থাকলেও ভবনের পিছন দিক থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। অগ্নিনির্বাপক কর্মীরা ঘন্টার পর ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ চালান, আর পুলিশ আগুন নেভানোর সময় এলাকায় প্রবেশপথ বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শী ও প্রাক্তন কর্মী অ্যাশলে গোল্ড (৩৯) এবং কার্টিস সোয়াপ (৩৯) জানান, তিন বছর আগে তাঁরা ওই ফ্যাসিলিটির রান্নাঘরে কাজ করতেন। শুক্রবার রাতে ফেসবুকে আগুনের খবর দেখে ঘটনাস্থলে আসেন। গোল্ড বলেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম।” সোয়াপ যোগ করেন, “দূর থেকেই কালো ধোঁয়া ও আগুনের আভা দেখা যাচ্ছিল, যেন আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করছে। আমি অবাক যে সবাই জীবিত বের হতে পেরেছে।”
শুক্রবারের আগুনে ৮৭ জন বাসিন্দা ও কর্মীকে ভবন থেকে সরিয়ে আনা হয়েছিল। সাউথগেট পুলিশ জানিয়েছে, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এতে দুইজন আহত হন, তাঁদের মধ্যে একজন দমকলকর্মী। বাস্তুচ্যুত বাসিন্দাদের অস্থায়ীভাবে সাউথগেট সিনিয়র সেন্টারে রাখা হয় এবং পরে অধিকাংশকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বহু বৃদ্ধ বাসিন্দা নিজেরা সিঁড়ি বেয়ে নিচে নামতে পারেননি; পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা তাঁদের বহন করে বের করেন।
সাউথগেট কাউন্সিলওম্যান ভিক্টোরিয়া আরাজ শুক্রবারের ঘটনার পর প্রথম প্রতিক্রিয়াকারীদের ‘প্রতিদিনের নায়ক’ আখ্যা দিয়ে বলেন, “তাঁদের প্রচেষ্টার কারণেই সব পরিবার তাঁদের প্রিয়জনদের নিরাপদে পেয়েছে।”
সাউথগেট ফায়ার চিফ জাস্টিন গ্রেভস জানান, আগুনের কারণ এখনও তদন্তাধীন। তিনি বলেন, “লোকেরা বলছে এই আগুনের মিল ভয়াবহভাবে পূর্বের আগুনের সঙ্গে মিলে যায়।”
স্থানীয় বাসিন্দা জেরি গুডেল (৬৮), যিনি একজন হ্যাম রেডিও অপারেটর ও সম্প্রচার প্রকৌশলী, বলেন, “এই শহরগুলোর সমন্বয় অসাধারণ ছিল। ছয় বা সাতটি শহরের অগ্নিনির্বাপক দল একসঙ্গে আগুন নেভানোর কাজ করেছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সাউথগেটের ‘মিডোস’ নামক একটি সিনিয়র সিটিজেন কমপ্লেক্সেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০১৯ সালের অক্টোবরে সাউথগেটের আরেকটি সিনিয়র হাউজিং সেন্টার ‘সিওয়ে টাওয়ার’-এর উপরের তলাতেও আগুন লেগেছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গাইল থেকে নিউইয়র্ক : ইতিহাস লিখলেন বিচারপতি সোমা সায়ীদ

টাঙ্গাইল থেকে নিউইয়র্ক : ইতিহাস লিখলেন বিচারপতি সোমা সায়ীদ