সিলেট, ২৮ অক্টোবর: দৈনিক ইনফো বাংলা’র সিলেট ব্যুরো প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক উৎফল বড়ুয়া-র সুস্থতা, পারিবারিক মঙ্গল এবং বিশ্বশান্তি কামনায় আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেটের শেখঘাটস্থ তাঁর নিজ বাসভবনে বুদ্ধবাণী পাঠ ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়।
সুত্র পাঠে অংশগ্রহণ করেন রাঙ্গামাটির রাজবন বিহারের প্রতিষ্ঠাতা,আর্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তে'র শিষ্য-প্রশিষ্যদের উপস্থিত ছিলেন শ্রীমৎ উদয়কীর্তি থের, শ্রীমৎ করুনানন্দ থের, শ্রীমৎ স্মৃতিমিত্র ভিক্ষু, শ্রীমৎ বোধিচিত্ত ভিক্ষু। পূজনীয় ভিক্ষু-সংঘগণ রাঙ্গামাটি নানিয়াচর মংখলা বন বিহার ও বিভিন্ন বিহারে অবস্থান করে শাসন সদ্ধর্মের শ্রীবৃদ্ধি করে চলেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেলু বড়ুয়া, সৌরভ চাকমা, রুনেল চাকমা, সেতু বড়ুয়া মুক্তা, হিলম্যান চাকমা, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

জেলা প্রতিনিধি :