ডেট্রয়েট, ২৮ অক্টোবর : ডেট্রয়েটের এলমউড পার্ক এলাকায় সোমবার রাতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেট্রয়েট পুলিশ বিভাগের (ডিপিডি) কর্মকর্তারা রাত প্রায় ৯টার দিকে লার্নেড স্ট্রিটের ২২০০ ব্লকে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে তারা গাড়ির ভেতরে এক প্রাপ্তবয়স্ক পুরুষের মরদেহ উদ্ধার করেন, যিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সঠিক পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। তদন্ত চলমান রয়েছে। ডিপিডির এক কর্মকর্তা মঙ্গলবার জানান, নিহতের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে ডিপিডির হত্যাকাণ্ড ইউনিটের (৩১৩) ৫৯৬–২২৬০ নম্বরে অথবা 1-800-SPEAK-UP. নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :