মাধবপুর, (হবিগঞ্জ) ২৬ মে : মাধবপুরে চাবাগানে কাজ করতে গিয়ে পশুরাম মাহারা (৫০) নামে আদিবাসি চা শ্রমিকের মারা গেছেন। শুক্রবার সকালে নোয়াপাড়া চাবাগানের ৬ নং সেকশনে এ ঘটনা ঘটে। তিনি ওই বাগানের বিশলাইনের
মৃত বাক্তা মাহারার ছেলে।
পশুরাম মাহারার ভাতিজা সুখেন মাহারা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে চাবাগানে কাজ করতে পশুরাম মাহারা ঘর থেকে বের হন। কর্মরত থাকা অবস্থায় হঠ্যাৎ করে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। বাগানের হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বাগানের উপ ব্যবস্থাপক সোহাগ মোহাম্মদ জানান, ধারনা করা হচ্ছে তিনি ষ্টোক করে মারা গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan