নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৩০ অক্টোবর : নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেট রং ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ তেল এবং এলুমিনিয়াম ব্যবহারের অভিযোগে উপজেলার বাংলাবাজার এলাকার বি-বাড়িয়া বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩০) অক্টোবর দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রত্যয় হাসেম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা প্রদান করেন।
অভিযানে বেকারীটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া খাবারে ফুড গ্রেডের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রং এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার করা হয় যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ দ্বারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটির মালিক হামদু মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে জরিমানার টাকা আদায় করা হয়। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি প্রত্যয় হাশেম।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

আনোয়ার হোসেন মিঠু :