মাধবপুর, (হবিগঞ্জ) ৩১ অক্টোবর : হবিগঞ্জের মাধবপুরে ৭ বছরের এক শিশু কে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার আাদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে এঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিশুটিকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আশিক মিয়া (১৮) একই গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
ভিক্টিমের মা জানান, বাড়ির পাশের দোকান থেকে পান এনে দেওয়ার কথা বলে নিকটবর্তী একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে লম্পট আশিক। ভিক্টিমের চিৎকারে লোকজন জড়ো হলে ধর্ষক আশিক পালিয়ে যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ভিক্টিম হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আশিক কে আটক করতে চেষ্টা চলছে। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি :