ঢাকা, ২ নভেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও তার আগে নভেম্বরের মধ্যেই জুলাই সনদের আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে। শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিমসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ডা. তাহের বলেন, “জাতীয় ঐক্যই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে।” তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। ১৯৯১ সালে জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারত না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “গণভোটে যে অর্থ ব্যয় হবে, তা দেশের সংকট নিরসনের তুলনায় নগণ্য। ফ্যাসিবাদীরা বিদেশে যে অর্থ পাচার করেছে, তা দিয়েই শত শত গণভোট করা সম্ভব।” ডা. তাহের সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং কোনো মহলের ফাঁদে না পড়ে জাতীয় ঐক্যের পথে এগিয়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :