ম্যাকিনাক সিটি, ৫ নভেম্বর : মিশিগানের ম্যাকিনাক ব্রিজে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ম্যাকিনাক কাউন্টি শেরিফের দপ্তরের এক মুখপাত্র জানান, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। তিনি বলেন, “একজন ব্যক্তি সেতুতে আত্মহত্যা করেছেন।” তবে সংস্থার নীতি অনুসারে বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানান তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম ডেট্রয়েট নিউজ জানিয়েছে, ঘটনাটি জনসমক্ষে ও একটি অত্যন্ত দৃশ্যমান স্থানে ঘটায় তারা বিষয়টি নিয়ে প্রতিবেদন করছে। মারকেটের WLUC-TV জানিয়েছে, ওই ব্যক্তি সেতু থেকে লাফিয়ে পড়েন এবং গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
২৬ হাজার ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতুটি মিশিগানের দুই উপদ্বীপকে সংযুক্ত করেছে। সাধারণত এটি পায়ে হাঁটার জন্য উন্মুক্ত নয়, এবং এত উচ্চতা থেকে পড়ে যাওয়া বা লাফ দেওয়ার ঘটনা খুবই বিরল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম MLive-এর তথ্য অনুযায়ী, ২০১২ সালের নববর্ষের প্রাক্কালে এক নারী সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছিল। এছাড়া, ম্যাকিনাক ব্রিজ কর্তৃপক্ষ জানায়, ১৯৫০-এর দশকে সেতুটি নির্মাণকালে পাঁচজন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারান।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :