ছবি : বাম থেকে—বেসরকারিভাবে নির্বাচিত মেয়র অ্যাডাম আলহারবি, কাউন্সিল সদস্য আবু মুসা ও নাঈম চৌধুরী।
হ্যামট্রাম্যাক, ৫ নভেম্বর : হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিল নির্বাচনে মেয়র পদে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মুহিত মাহমুদ খুবই ঘনিষ্ঠ ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, ইয়েমেন থেকে আসা অভিবাসী এবং প্রকৌশলী অ্যাডাম আলহারবি ২,০০৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। মাহমুদ ১১ ভোট কম পেয়ে নির্বাচনে হেরে যান। তিনি হ্যামট্র্যামক সিটি কাউন্সিলের বর্তমান সদস্য।
সিটি কাউন্সিলের তিনটি আসনের প্রতিযোগিতায় ভোটের ফলাফলও ঘনিষ্ঠ ছিল। বেসরকারি ফলাফলের অনুযায়ী, বর্তমান কাউন্সিলম্যান আবু মুসা সর্বোচ্চ ১,৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রাক্তন কাউন্সিলম্যান নাঈম চৌধুরী ১,৬৩৪ ভোট অর্জন করেছেন। রাজনৈতিকভাবে নবাগত ইউসুফ সাঈদ ১,৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :