সিলেট, ৫ নভেম্বর : সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট–৪ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সম্মত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত নেন।
গণমাধ্যমকে আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট–৪ আসনে নির্বাচন করতে সম্মত হয়েছি। দলের প্রয়োজনে বারবার নির্দেশ পালন করে আসছি। আজও সিলেট–৪ আসনে প্রার্থী হওয়ার নির্দেশ মাথা পেতে মেনে নিয়েছি।”
এর আগে ৪ নভেম্বর কেন্দ্রীয় নির্দেশে তিনি ঢাকায় যান। সেখানে তাঁকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সবশেষ বুধবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন তাঁকে ডেকে পাঠান এবং আনুষ্ঠানিকভাবে সিলেট–৪ আসনে প্রার্থী হওয়ার নির্দেশ দেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :