আটলান্টিক সিটি, ৬ নভেম্বর : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত মঙ্গললবার অনুষ্ঠিত সিটি কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে হ্যাট্রিক বিজয়ী সুব্রত চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি। ওইদিন রাতে সিটির ফ্লোরিডা এভিনিউর কাউন্টি ভবনে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন এর মধ্যে ছিল সম্মাননা প্রদান, কথামালা, সংগীত অনুষ্ঠান ও নৈশভোজ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ খান, সাব্বির হোসেন ভূঁইয়া, আব্দুর রফিক, রানা কবির, আজিজুল ইসলাম ফেরদৌস, সামসুল ইসলাম শাহজাহান, আহসান হাবিব, জসীম উদ্দীন, আমিরুল ইসলাম টফি, বিপ্লব দেব, কাজল সরকার প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা নির্বাচনে প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে সোহেল আহমেদ ও সুব্রত চৌধুরী সহ টিম স্মল এর প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করায় তাদেরকে ধন্যবাদ জানান ।
অনুষ্ঠানে সিটির নির্বাচনে বিজয়ী আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশি কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ ও স্কুল বোর্ড নির্বাচনে হ্যাট্রিক বিজয়ী সুব্রত চৌধুরীর হাতে পুস্পস্তবক তুলে দেন বিএএসি, বেংগল ক্লাব, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :