আমেরিকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান মিশিগানে শুরু হচ্ছে মানুষ-পাখির প্রযুক্তিযুদ্ধ ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত পশ্চিম ডেট্রয়েটে ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে ২ জন নিহত  জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর ১১ ভোটের ব্যবধানে হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে হারলেন মুহিত মাহমুদ ডেট্রয়েটে দুটি পৃথক গুলিবর্ষণে দুজন নিহত, আহত ১ দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ম্যাকিনাকের নীল জলে বিরল মৃত্যু : আত্মহত্যা বলছে পুলিশ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি ইসির নিবন্ধন পেল তিন দল : প্রতীক ‘শাপলা কলি’, ‘কাঁচি’ ও ‘হ্যান্ডশেক’ নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণে আইন : ভোটার প্রতি ১০ টাকার সীমা ম্যাকম্বে ব্যবসায়ীকে গুলি : আরও দুই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি জুলাই সনদের ওপর নভেম্বরেই গণভোট চায় জামায়াতে ইসলামী জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত
স্মৃতিশক্তি হারানোর আগেই জানুন ঝুঁকি : ডিয়ারবর্নে ফ্রি স্ক্রিনিং

মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:৫১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:৫১:২৬ পূর্বাহ্ন
মিশিগানে ২ লাখেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমারে আক্রান্ত
ডিয়ারবর্ন, ৭ নভেম্বর: বয়সের ভারে নুয়ে পড়া মিশিগানের প্রবীণ জনগোষ্ঠীর জন্য এক নীরব উদ্বেগের নাম আলঝাইমার। বিশেষজ্ঞদের মতে, মিশিগানে বর্তমানে ২ লাখ ৩ হাজারেরও বেশি প্রবীণ নাগরিক আলঝাইমার রোগে আক্রান্ত রয়েছে। রাজ্যটি এখন যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল বয়স্ক জনসংখ্যার অন্যতম কেন্দ্র।
প্রায়ই দেখা যায়, পরিবারের সদস্যরা রোগের লক্ষণ স্পষ্ট না হওয়া পর্যন্ত চিকিৎসা নেন না। নিউরোজেন বায়োমার্কিং-এর সিইও ও স্নায়ু বিশেষজ্ঞ ড. র‍্যানি আবুরাশেদ বলেন,
“বেশিরভাগ পরিবার তখনই সহায়তা চায়, যখন স্মৃতিশক্তি হ্রাস ইতিমধ্যেই গভীর পর্যায়ে পৌঁছে যায়।”
মস্তিষ্কের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে শিকাগোভিত্তিক প্রতিষ্ঠান নিউরোজেন বায়োমার্কিং শনিবার ডিয়ারবর্নের ইনসাইট সেন্টারে (৫১১১ অটো ক্লাব ড্রাইভ, স্যুট ১০১) বিনামূল্যে আলঝাইমার স্ক্রিনিং ইভেন্ট আয়োজন করছে। এই “Memory Matters (স্মৃতি ধারণ)” শীর্ষক ইভেন্ট চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
অংশগ্রহণকারীরা পাবেন বিনামূল্যে রক্তের বায়োমার্কার পরীক্ষা, ডিজিটাল জ্ঞানীয় স্ক্রিনিং, এবং ব্যক্তিগতকৃত মস্তিষ্কের স্বাস্থ্য পরিকল্পনা। ফলাফল জানানো হবে স্ক্রিনিংয়ের কয়েক দিনের মধ্যেই, এবং প্রয়োজনে দেওয়া হবে বিনামূল্যে টেলিহেলথ ফলো-আপ পরামর্শ। সাধারণত এই প্যাকেজের মূল্য প্রায় ৫০০ ডলার।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরীক্ষায় রক্তে P-tau 217 নামক একটি উপাদানের মাত্রা যাচাই করা হয়, যা আলঝাইমার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়। এই প্রাথমিক সনাক্তকরণ ভবিষ্যতে নতুন ওষুধের অ্যাক্সেস, জীবনযাত্রায় পরিবর্তন এবং ক্লিনিকাল ট্রায়ালে অংশগ্রহণের সুযোগ এনে দিতে পারে।
ড. আবুরাশেদ বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই স্মৃতিশক্তি হ্রাসকে স্বাভাবিক বলে ধরেন— কিন্তু তা সবসময় স্বাভাবিক নয়। প্রাথমিক সনাক্তকরণ মানে হলো যত্ন, চিকিৎসা ও পরিকল্পনার জন্য একটি বাস্তব সুযোগ।”
নিউরোজেন ইতিমধ্যেই ফ্লিন্ট, কোল্ডওয়াটার এবং শিকাগোতে অনুরূপ ইভেন্ট আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই ধরনের ইভেন্টে অংশগ্রহণকারীদের ২৬ শতাংশের রক্তে P-tau 217-এর মাত্রা বেড়ে ছিল।
ড. আবুরাশেদ আরও বলেন, “এখানে কোনও রেফারেল বা অপেক্ষার ঝামেলা নেই। শুধু আসুন, পরীক্ষা করুন, এবং নিজের মস্তিষ্কের স্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত হোন।” এই বিনামূল্যে স্ক্রিনিংয়ে ৫০ বছর বা তার বেশি বয়সী মাত্র ২০০ জন অংশ নিতে পারবেন। আগ্রহীদের www.mybrainday.com ওয়েবসাইটে আগাম নিবন্ধন করতে হবে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

সিলেটে নির্বাচনী নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা