হবিগঞ্জ, ৮ নভেম্বর : নবীগঞ্জ উপজেলায় জুমার নামাজ চলাকালীন এক মুসল্লিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে। নিহতের নাম ইমরুল মিয়া (৪০), তিনি ওই গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইমরুল মিয়া আসলে একটি হত্যা মামলার আসামী ছিলেন। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায় করার সময় একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ইমরুল মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন ন্যক্কারজনক ঘটনা তারা আগে কখনও দেখেননি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :