সিলেট, ১২ নভেম্বর: সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দীপ মঙ্গলবার ভোরে মালেশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ২১ বছর।
আত্মীয়দের বরাতে জানা গেছে, সোমবার (১১ নভেম্বর) রাতের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দীপকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীপংকর দীপ সিলেটের সোশ্যাল মিডিয়ায় তার অভিনব কন্টেন্টের জন্য বেশ পরিচিত ছিলেন। জানা গেছে, গত ১৩ অক্টোবর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়ে মালেশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে পড়ালেখার পাশাপাশি তিনি কন্টেন্ট তৈরির কাজও চালিয়ে যাচ্ছিলেন। প্রতিবেশী ও বন্ধুবান্ধবরা তার আকস্মিক মৃত্যুর খবর শুনে শোকাহত। তবে, মরদেহ কবে দেশে ফিরবে তা এখনও জানা যায়নি।
দীপের পরিবার সিলেটের গোপালটিলায় বসবাস করেন। তার মূল বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামে। দীপের বাবা হলেন দিব্যজিৎ দাশ দ্বিজেন।
দীপের মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং তরুণ কন্টেন্ট ক্রিয়েটারের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :