ঢাকা, ১৩ নভেম্বর : জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৭ নভেম্বর। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ রায়ের তারিখ নির্ধারণ করে।
ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপক্ষ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করেছে পাঁচ দিন ধরে, আর আসামিপক্ষের যুক্তিতর্ক চলে তিন দিন। সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছে। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। মামলার অন্য একজন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ঘটনা তদন্তে উঠে এসেছে। মামলার শুনানিতে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ ৫৪ জন সাক্ষ্য দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর জুলাই আন্দোলনকেন্দ্রিক ঘটনাগুলো নিয়ে এটি ছিল ট্রাইব্যুনালের প্রথম বিচারাধীন মামলা। গত বছরের ১৭ অক্টোবর মামলাটিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং এরপর থেকে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের কার্যক্রম ধারাবাহিকভাবে চলে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার দিন আসামি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :