ঢাকা, ১৩ নভেম্বর : রাজধানীর গুলিস্তানে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জনতা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙার চিত্রও ধরা পড়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে যে কোন বিশৃঙ্খলা প্রতিরোধে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনা সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :