ঢাকা, ১৩ নভেম্বর : আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। চারটি সাংবিধানিক সংস্কার প্রস্তাবের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”
জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। এতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের গঠন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, নারী প্রতিনিধিত্ব ও প্রধানমন্ত্রী–রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্যসহ ৩০ দফা সংস্কার বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :