ঢাকা, ১৪ নভেম্বর: আলাদা গণভোটের তারিখ ঘোষণা এবং তিনজন উপদেষ্টা অপসারণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল। শুক্রবার মগবাজার আলফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার ঘোষণা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা এটি পরিবর্তন করে গণভোট আলাদাভাবে আয়োজনের ঘোষণা দেবেন। পাশাপাশি, তিনজন উপদেষ্টা যাঁরা বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাদের অপসারণেরও দাবি জানান।
ডা. তাহের অভিযোগ করেন, সরকার কমিশনের সুপারিশ যথাযথভাবে মেনে চলেনি এবং একটি দলের সঙ্গে সমঝোতা করে পরিবর্তন আনা হয়েছে, যা জনগণকে হতাশ করেছে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে।
তিনি বলেন, প্রশাসনে নির্দিষ্ট দলের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং কমপক্ষে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন। তাঁদের অপসারণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজ তাদের নাম প্রকাশ করছি না; প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। যদি পরিবর্তন না আসে, পরে প্রকাশের বিষয়টি বিবেচনা করা হবে।
ডা. তাহের আরও জানান, আট দল ও আরও কিছু দল আগামী ফেব্রুয়ারি রোজার আগে জাতীয় নির্বাচন নিশ্চিত করার জন্য মাঠে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সরকারের আচরণ আমাদেরকে একথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এ সরকারের পক্ষে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচন অবাধ হওয়ার বিষয়ে আমাদের ভেতরে যথেষ্ঠ সঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে।
তিনি জানান, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। সংবাদ সম্মেলনে আট দলের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :