ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু : মোমিন মেহেদী
-
আপলোড সময় :
২৭-০৫-২০২৩ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
-
আপডেট সময় :
২৭-০৫-২০২৩ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
ঢাকা, ২৭ মে : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে আন্দোলন না করে কোন পক্ষকে ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু। তাদেরকে চিহ্নিত করছে ছাত্র-যুব-জনতা। ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিতে জনজীবন অতিষ্ঠ এবং দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ বিসিডব্লিউ অডিটরিয়ামে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ২৭ মে সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মোমিন মেহেদী আরো বলেন, বড় বাজেটের পরিবর্তে ঘাটতিহীন জনবান্ধব বাজেট প্রয়োজন যখন, তখন বড় বাজেট ঘোষণা নামে আমজনতার সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজচক্র। এদেরকে প্রতিহত করতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য নতুনধারার রাজনীতিকদেরকে আরো দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে রাজনীতির নামে ঐক্য ফ্রন্টসহ বিভিন্ন সময়ে গজিয়ে ওঠা প্রতারণার রাজনৈতিকচক্র আমাদেরকে আর প্রতারিত করতে না পারে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স