মুহিত মাহমুদ (বামে) এবং অ্যাডাম আলহারবি ওয়েন কাউন্টি বোর্ড অফ ক্যানভাসারদের সভার পর করমর্দন করছেন/Max Reinhart, The Detroit News
হ্যামট্রাম্যাক, ১৯ নভেম্বর: হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে মাত্র ছয় ভোটের ব্যবধানে মেয়র পদে পরাজিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান সিটি কাউন্সিল সদস্য মুহিত মাহমুদ। তিনি পেয়েছেন ২,০৬০ ভোট। মাত্র ছয় ভোট বেশি অর্থাৎ ২,০৬৬ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন ইয়েমেনি বংশোদ্ভূত প্রার্থী অ্যাডাম আলহারাবী। মঙ্গলবার বিকেলে ওয়েইন কাউন্টি ক্লার্ক অফিস আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সার্টিফাইড ফলাফল ঘোষণা করে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় হ্যামট্রাম্যাক সিটির সাধারণ নির্বাচন। মেয়র পদে মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, অনুপস্থিত ভোটে মুহিত মাহমুদ এগিয়ে ছিলেন। তিনি পেয়েছেন ১,৫৬৩ ভোট, যেখানে আলহারাবী পেয়েছেন ১,২৬০ ভোট। কিন্তু নির্বাচনের দিনের সশরীরে ভোটে পাল্টে যায় চিত্র। ওইদিন আলহারাবী পান ৮০৬ ভোট, আর মাহমুদ পান ৪৯৭ ভোট। নির্বাচনের দিনের এই বড় ব্যবধানই শেষ পর্যন্ত সামগ্রিক ফলে আলহারাবীকে এগিয়ে দেয়। রাইট-ইন প্রার্থী হিসেবে লড়াই করা পোলিশ বংশোদ্ভূত লিন ব্লেসি পেয়েছেন ৫০৪ ভোট।
এদিকে হ্যামট্রাম্যাক সিটি ক্লার্ক রানা ফারাজকে গত সপ্তাহে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার কার্যালয় থেকে উদ্ধার করা ৩৭টি অনুপস্থিত ব্যালট বাজেয়াপ্ত করা হয় এবং সেগুলো গণনায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয় ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসারস–তদন্ত কমিটি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

তোফায়েল রেজা সোহেল :