আমেরিকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ধীর অভিবাসন সত্ত্বেও মিশিগানে জনসংখ্যা বৃদ্ধি গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি যুক্তরাষ্ট্রের বাজারে ২০% শুল্কে ছাড় পেতে পারে বাংলাদেশ চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ‘সুপার ড্রাঙ্ক’ গাড়ি দুর্ঘটনা : মিশিগানে ফেডারেল জজ বিচারের মুখোমুখি ডেট্রয়েটে দুই অগ্নিকাণ্ডে দুজন নিহত পোলার ভর্টেক্সের দাপট : মিশিগানজুড়ে তীব্র ঠান্ডা, স্কুল বন্ধ ট্যাক্স মৌসুমে প্রবেশ করল যুক্তরাষ্ট্র

ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্টের নতুন কমিটির অভিষেক

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০১:০৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০১:০৩:১৯ পূর্বাহ্ন
ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্টের নতুন কমিটির অভিষেক
ওল্ডহাম, ২১ নভেম্বর : বিপুল উৎসাহ উদ্দীপনায়, অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান ও ডিনারপার্টি গত ১৯  নভেম্বর রাত ৭ ঘটিকায় ওল্ডহামের দি গ্রান্ড ভ্যানুতে  সফলভাবে সম্পন্ন  হয়েছে।  সংগঠনের রিজিওনাল চেয়ারম্যান  নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও  উপদেষ্টা পরিষদকে অভিষিক্ত এবং শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। 
বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম‍্যানচেষ্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রন  বিশিষ্ট সাংবাদিক  ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেটের সাবেক সেক্রেটারি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইউম কয়ছর, সংগঠনের কেন্দ্রীয় কো- কনভেনর মাসুদ আহমদ, সংগঠনের ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার ওবিই, ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম, ডেপুটি লর্ড লেফটেন‍্যান্ট আলী আকবর ওবিই, কিথলি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ফুলজার হোসেন, কাউন্সিলার মোহন আলী, কাউন্সিলার আব্দুল মালিক, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা  ড: নজরুল ইসলাম, আলহাজ্ব সুরাবুর রহমান, ও  সৈয়দ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ ।  কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরুল ইসলাম রফু।
সভায় রিজিওনাল নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংগঠনের ট্রেজারার সুহেল মিয়া, উপদেষ্টা গনি চৌধুরী, রুহেল আমিন রুহেল, আব্দুল মান্নান মনাফ, সৈয়দ সাদেক আহমেদ, শেখ জাফর আহমেদ, শিপার মিয়া, মুজিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ কাহের,আনছার উদ্দিন, আব্দুর রুউফ তালুকদার, ও এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন ও বিশেষ অতিথির  মাধ্যমে সংগঠনের প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়ন কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এম এ ফাইটার রচডেল দল।
প্রধান অতিথি সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন সংগঠনের কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করে তিনি প্রবাসীদের দাবি দাওয়ার ব্যাপারে একটি প্রতিনিধি দল নিয়ে হাইকমিশনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। 
বিশেষ অতিথি সংগঠনেরর পেট্রন  বিশিষ্ট সাংবাদিক  ও কমিউনিটি ব্যাক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী বলেন, সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরকে পুর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দান, ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডবল লাইনে উন্নীত করণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার  জোর দাবি জানান। 
 আমাদের রেমিট্যান্সের টাকায় দেশের অর্থনীতি সচল হয়, কিন্তু আমরা সিলেটবাসী প্রতি মুহুর্ত প্রশাসনিক অবহেলার ছায়ায় বঞ্চনার শিকার হচ্ছি, এটা কোনো অবস্থাতেই  মেনে নেওয়া হবে না  বলে উল্লেখ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর  সবাইকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে নতুন কমিটি আগামী দু'বছর লকাল কমিউনিটির উন্নয়নে ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং গ্রেটার সিলেট বাসীর দাবি দাওয়ার ক্যাম্পেইনে ও মানবতার কল্যাণে কমিউনিটির মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। 
সভাপতির সমাপনী বক্তব্যে মো: নাজমুল ইসলাম বলেন, গ্রেটার সিলেটের মানুষদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সংস্কৃতি বিকাশের জন্যই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। তিনি সিলেট বিভাগের অবহেলিত এলাকা, অবকাঠামোগত দুরবস্থা, ও প্রবাসীদের প্রশাসনিক জটিলতার নানা সমস্যা তুলে ধরেন এবং সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।
সভায়  ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও সংগঠনের  কেন্দ্রীয় কনভেনর  বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের  লিখিত প্রস্তাবে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত সম্পন্ন, এয়ারপোর্টে প্রবাসীদের নানা ধরনের  হয়রানি বন্ধ,  সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু,  
হাইকমিশনে নো-ভিসা ফি, ও বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি ট্রেন লাইনের সংস্কার ও উন্নতিকরন, ডিসেম্বর মাসের মধ্যে বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের প্রতি বৈষম‍্য দূরিকরণের দাবী জানান। দাবী না মানলে অচিরেই বাংলাদেশে রেমিট‍্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয় ।
অন্যান্য বক্তারা সতর্ক করে বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক, রেলওয়ে ও বিমানপথে চলমান জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের জনগণ প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। সিলেট বিভাগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য দাবী দাওয়া বাস্তবায়নে যদি সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে সিলেটবাসী ন্যায্য অধিকার আদায়ে রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বময়  কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে  হুশিয়ারি প্রদান করেছেন।। 
এছাড়াও সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি

নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি