ঢাকা, ২১ নভেম্বর : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পাঁচতলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন। তবে নিহতদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভূমিকম্প শুরু হতেই ভবনটির রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দেশজুড়ে অনুভূত এ ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে পিডিবি। শুক্রবার (২১ নভেম্বর) পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনার পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।
তিনি বলেন, “আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে।” আফটারশকের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটারশক হতে পারে, তবে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি দেখা যায়নি।
এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তারও আগে গত ২৮ মে বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুরের মোইরাং এলাকার কাছে ভূমিকম্প আঘাত হানায় ঢাকাসহ দেশের উত্তর–পূর্বাঞ্চলে হালকা কম্পন অনুভূত হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
