চট্টগ্রাম, ২৬ নভেম্বর : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অধীনে মানবিক সেবায় অগ্রগামী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের ৫ম চার্টার অ্যানিভার্সারি রবিবার, ২৩ নভেম্বর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোছলেউদ্দিন আহমেদ অপু, পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, এমজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ।
পাশাপাশি পিডিজি সম্মাননায় উপস্থিত ছিলেন লায়ন এম. এ মালেক, এমজেএফ; লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, এমজেএফ; লায়ন শাহ আলম বাবুল, পিএমজেএফ; লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, এমজেএফ; লায়ন এস. এম শামসুদ্দিন, এমজেএফ; লায়ন মো. মঞ্জরুল আলম মঞ্জু, পিএমজেএফ; লায়ন মো. নাসির উদ্দীন চৌধুরী, এমজেএফ; লায়ন এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, পিএমজেএফ।
ক্লাব সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে আলোচনা শুরু হয় স্বাগত ভাষণের মাধ্যমে, যা প্রদান করেন অ্যানিভার্সারি চেয়ারম্যান লায়ন মো. মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লায়ন লুভনা হুমায়ুন সুমি ও লায়ন উম্মে হাবিবা। পবিত্র কুরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন লায়ন মো. মুছা, এমজেএফ; গীতা পাঠ করেন লায়ন সুস্মিতা সাহা; ত্রিপিটক পাঠ করেন লায়ন অজয় কুমার বড়ুয়া। লায়ন্স আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া, এমজেএফ।
লিও অঙ্গিকার করান লিও এস. এম রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহসান। সেক্রেটারির প্রতিবেদন উপস্থাপন করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন মো. জিল্লুর রহমান, এমজেএফ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :