ময়মনসিংহ, ২৮ নভেম্বর: ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি নজরুল একাডেমি মাঠে ২২ বছর বয়সী শিক্ষার্থী মুনতাসীর ফাহিমকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম অনিক হত্যা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অনিক ধারালো ‘চায়নিজ কুড়াল’ দিয়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক কুড়াল হাতে ত্রিশাল থানায় আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।
ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে, আর অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক বলেন, ফাহিমের সঙ্গে পূর্বশত্রুতা ছিল এবং মাদকাসক্তির কথাও উল্লেখ করেছেন।
ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, “আমার ছেলে মালয়েশিয়ায় পড়াশোনা করত। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দেশে এসেছে। আগামী মাসে ফেরার কথা ছিল। কেন হত্যা হলো জানি না। বিচার চাই।”
ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, “ফাহিমকে হত্যা করার পর অনিক থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত বিরোধেই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অনিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :