ঢাকা, ২ ডিসেম্বর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়া এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন। একই সঙ্গে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, চেয়ারপারসনের স্বাস্থ্য–সংক্রান্ত বিষয়ে তাঁর ব্রিফ ছাড়া অন্য কারও বক্তব্য যেন গণমাধ্যমে প্রকাশ না করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
