সিলেট, ৫ ডিসেম্বর : পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩। তবে আইন পাসের পর দুই বছরের বেশি সময় ধরে কার্যক্রম কাগজেই সীমাবদ্ধ ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যেই নিয়োগ দেওয়া হয়েছে প্রথম নির্বাহী পরিচালক।
মাঠ প্রশাসনের পরিচিত ও আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ-কে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদায়নের পর তিনি গত ৩ ডিসেম্বর বুধবার নতুন দায়িত্বে যোগ দেন। সিলেটের বিশ্বনাথের বাসিন্দা জাদিদ যোগদানের আগে চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পিছিয়ে থাকা এলাকাটিকে পর্যটনের আকর্ষণীয় স্থানে রূপান্তর করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তারও আগে মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ এসি (ভূমি) নির্বাচিত হন। ৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জাদিদ বলেন, “সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে।”
তিনি জানান, এতদিন কর্তৃপক্ষের কার্যক্রম ছিল না; এবার কার্যক্রম শুরু করার লক্ষ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হবে। পরে আলাদা অফিস এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। একই বছরের ২২ আগস্ট মন্ত্রিসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। পরবর্তীতে এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ এবং ২৩ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পরই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এতদিন আশানুরূপ অগ্রগতি হয়নি।
আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন সিলেট নগর গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও আশপাশের অঞ্চলগুলোকে সমন্বয় করে গঠন করা হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। সুপরিকল্পিত নগর উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, প্রতিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং পর্যটন অবকাঠামো আধুনিকায়নই এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

শহিদুল ইসলাম :