ঢাকা, ৮ ডিসেম্বর: রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা ও কন্যাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা বিনতে আজিজ (১৫)। পুলিশের প্রাথমিক ধারণা, এ ঘটনায় বাসার গৃহকর্মীর সম্পৃক্ততা থাকতে পারে; তিনি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেছেন।
সোমবার সকালে খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ৭তম তলার ফ্ল্যাটে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রতিবেশীদের বক্তব্য নেওয়া হচ্ছে। ঘটনার পেছনে আর্থিক বা ব্যক্তিগত বিরোধ থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনায় কেউ তথ্য দিতে চাইলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :