আমেরিকা , বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট : তফসিল ঘোষণা ভোটের ট্রেন ছাড়ছে সিলেটে মধ্যরাতে দুইবার ভূ-কম্পন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সপ্তাহজুড়ে দক্ষিণ-পূর্ব মিশিগানে তুষারপাতের সম্ভাবনা ভোটের তফসিলের দ্বারপ্রান্তে ইসি, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ড : গৃহকর্মী পলাতক ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি, উত্তরসূরি নিয়ে আলোচনা তুঙ্গে হ্যামট্রাম্যাক সিটিতে সংকট : ক্লার্ক রানা ফারাজ আদালতের দ্বারস্থ গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩ স্কুলে গণহত্যার হুমকি : যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক ৪০১ মিলিয়ন ডলারের উপহার, নতুন যুগে এমএসইউ অ্যাথলেটিক্স প্রাক্তন ন্যাশনাল হকি লিগ খেলোয়াড় যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি জাতীয় অভিবাসন দমন অভিযান মিশিগানের শ্রেণীকক্ষে উদ্বেগ বাড়াচ্ছে স্টার্লিং হাইটসে মানসিক সমস্যা থাকা সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ ডেট্রয়েটে গুলিতে  নিহত ১, আহত ১ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউইয়র্কে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০১:৩৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০১:৩৮:০০ পূর্বাহ্ন
নিউইয়র্কে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান
নিউইয়র্ক, ১০ ডিসেম্বর: নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর লায়ন্স ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল। বিশেষ অতিথি ছিলেন তাঁর সার্ভিসিং পার্টনার লায়নেস মুনমুন হাসিনা বারী।
আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের নবনির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি জাস্টিস সোমা সাঈদ, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লিউ, অ্যাসেম্বলি উম্যান জেনিফার রাজকুমার, বিচারপতি এন্থনি, সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, বিশিষ্ট রাজনীতিবিদ মিজান চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া ও ফাহাদ সোলাইমানসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ডিস্ট্রিক্ট গভর্নর আসিফ বারী টুটুল নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান এবং পরে প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিকে শপথ গ্রহণ করান।
নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ হলেন—সভাপতি লায়ন তারেক হাসান খান, সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ, লায়ন মনিরুল ইসলাম, লায়ন মো. হুদা এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।
ডিরেক্টর প্যানেলে রয়েছেন—লায়ন গিয়াস আহমেদ, লায়ন এম এম শাহীন, লায়ন মোহাম্মদ খালেক, লায়ন মিজান চৌধুরী, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামাল ও লায়ন ইসমাইল চৌধুরী।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ট্রেজারার লায়ন শাহিনুর রহমান বিপ্লব, সাংস্কৃতিক সম্পাদক লায়ন ইশতিয়াক রুমি, সহ-সাধারণ সম্পাদক লায়ন সাজ্জাদুর রহমান খান ও লায়ন মিজানুর রহমান এবং টেইল টুইস্টার লায়নেস ফারহানা খান।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—লায়ন ডা. আবুল কাশেম, লায়ন আবু পাশা, লায়ন আলী রাজাই রাজীব, লায়ন তাওহীদ মাহবুব মুন্না, লায়ন ওসমান গনি ও লায়ন নুরুল ইসলাম।
এছাড়া LCIF কো-অর্ডিনেটর লায়নেস ফারহানা খান, টেইল টুইস্টার লায়নেস নুসরাত নিপা, লাভ সার্ভিস চেয়ারপারসন লায়নেস তাহমিনা চৌধুরী, মার্কেটিং চেয়ারপারসন আনোয়ার হক, লায়ন টেমার লায়নেস ফারজানা খালেক, মহিলা বিষয়ক সম্পাদিকা লায়নেস লুৎফুন নাহার করবি এবং মেম্বারশিপ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন তরুণ অ্যাটর্নি লায়ন রাফসান নাঈম।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একতা, সহযোগিতা ও নেতৃত্বের সমন্বয়ে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও কার্যকর ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
অনুষ্ঠানের শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, সামাজিক মিলনমেলা ও আপ্যায়ন পর্ব। মনোমুগ্ধকর পরিবেশনা ও সুস্বাদু খাবারের আয়োজন অতিথিদের মুগ্ধ করে。
নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
নৈশভোজের আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি যৌথভাবে বিশাল আকারের একটি কেক কাটেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী তানভীর শাহীন।
সবশেষে আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তফসিলের পর আন্দোলন নিষেধ, সড়কে নামলে ব্যবস্থা: প্রেস সচিব

তফসিলের পর আন্দোলন নিষেধ, সড়কে নামলে ব্যবস্থা: প্রেস সচিব