ঢাকা, ১২ ডিসেম্বর : রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘাতক ময়লার গাড়িটি আটক করা হয়েছে। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :