সিলেট, ১৪ ডিসেম্বর : শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে সিলেট নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে এসএমপির পক্ষ থেকে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

উৎফল বড়ুয়া :