ডেট্রয়েট, ২৮ মে : শহরের পশ্চিম পাশে একটি গাড়িতে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল রাত ১০টা ৫০ মিনিটের দিকে সাউথ লিবোল্ড ও গিলরয় সড়কের মোড়ে একটি গাড়িতে বসে ছিলেন অজ্ঞাত পরিচয় এক সন্দেহভাজন। পুলিশ জানিয়েছে, ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি চালকের আসনে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। এতে যাত্রী অক্ষত ছিলেন। ডেট্রয়েট পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো তথ্য জানানো হয়নি।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan