আটলান্টিক সিটি, ১৭ ডিসেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাতে সিটির ২৭০৯ ,ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সংবর্ধনা , কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আবদুল হাই । বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সদ্য নির্বাচিত কাউন্সিল এট লারজ সোহেল আহমেদ ও স্কুল বোর্ডের তিনবারের নির্বাচিত সদস্য সুব্রত চৌধুরীকে ক্রেস্ট প্রদান এর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয় । এছাড়া স্কুল বোর্ডের অন্যতম সদস্য ফরহাদ সিদ্দিককে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল। বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির,সাখাওয়াৎ হোসেন,মামুনুল হক, মোঃ দিদার, জহিরুল ইসলাম, সৈয়দ শহীদ,রেজাউল ইসলাম খালিদ,ফরহাদ সিদ্দিক,রওশন উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া,নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, জহিরুল ইসলাম সেন্টু, মোঃ আইউব, আবু জাহিদ,নূরুন্নবী চৌধুরী শামীম, আবদুর রফিক প্রমুখ ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী ও সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদেরকে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান । নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :