আমেরিকা , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্লু সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার মৃত্যু, ২৫ বছরের রেকর্ড ভাঙল তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা ডেট্রয়েটে রাইডশেয়ার গাড়িকে লক্ষ্য করে গুলি, চালক ও যাত্রী আহত ডেট্রয়েটে গুলি-ছুরিকাঘাত : একজন  নিহত, আহত ১ ডেট্রয়েটে মাদুরো গ্রেপ্তার নিয়ে উল্লাস ভেনেজুয়েলা ইস্যুতে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী বিক্ষোভ বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান ভোররাতে দুদফা ভূমিকম্প : ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প ‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

লন্ডনে চ্যানেল এস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৭:৪৪ পূর্বাহ্ন
লন্ডনে চ্যানেল এস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন
লন্ডন, ১৮ ডিসেম্বর : বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জনপ্রিয় টিভি চ্যানেল এস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, চ্যানেল এস স্টুডিওতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই উৎসবমুখর আয়োজন চলে।
‘চ্যানেল এস উৎসবমঞ্চ’ এ দিন অগণিত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বরাবরের মতো এবারও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’সহ বিভিন্ন সংগঠন চ্যানেল এস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা কমিউনিটির পক্ষ থেকে দীর্ঘ ২১ বছর ধরে প্রবাসী সমাজের সেবায় চ্যানেল এস-এর অবদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উৎসবের অংশ হিসেবে টিভি স্টুডিওতে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ এই আয়োজন সম্পন্ন হয়।
চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় স্টুডিওতে আয়োজিত লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এছাড়াও বক্তব্য দেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল, চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, সিইও তাজ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল হক এবং সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে মেয়র লুৎফুর রহমান প্রবাসী কমিউনিটির সেবায় চ্যানেল এস-এর দীর্ঘদিনের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এই গণমাধ্যমের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি চ্যানেল এস সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছে। এই দীর্ঘ পথচলায় চ্যানেলটির সঙ্গে জড়িত সকল সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা–কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
অন্যান্য সংগঠনের মতো গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল চ্যানেল এস টেলিভিশনের ফাউন্ডার ও বিশিষ্ট ব্যবসায়ী মাহি ফেরদৌস জলিলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সাউথ ইষ্ট রিজিওনাল চেয়ারম্যান হারুনুর রশীদ, জামাল হোসেন, শেখ তাহির উল্লাহ, সাংবাদিক আজিজুল আম্বিয়া, শাহ্ শাফি, মুক্তার আলী, মুজিবুর রহমান, সৈয়দ কাহের, আবুল কালাম আজাদ, বদরুল মনসুর, আব্দুল মুকিত, ও জুবেল বেলাল।
উল্লেখ্য, চ্যানেল এস কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত দুই শতাধিক অতিথিকে চা–কফি ও মিষ্টি মুখ করানোর পাশাপাশি সুস্বাদু ডিনার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সবার উপস্থিতিতে কেক কাটা ও কেক বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।
চ্যানেল এস-এর দুই দশকেরও বেশি সময়ের এই সাফল্য প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য নিঃসন্দেহে এক বিরাট গর্বের বিষয়। এটি কেবল একটি টেলিভিশন চ্যানেলই নয়; বরং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চ্যানেল এস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে চ্যানেল এস প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আগামী দিনগুলোতেও চ্যানেল এস আরও সাফল্য, জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন আগত অতিথিবৃন্দ। একইসঙ্গে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সহযোগিতার হাত প্রসারিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা