ডেট্রয়েট, ২৯ মে : পুলিশ জানিয়েছে,গতকাল রোববার সকালে ডেট্রয়েট নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টা ২০ মিনিটে আরেথা ফ্রাঙ্কলিন পার্ক এবং অ্যাম্ফিথিয়েটারের (পূর্বে চেন পার্ক) কাছে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিভাগের অ-জরুরী টিপ লাইন (313) 267-4600।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan