ময়মনসিংহ, ১৯ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাস ওই কারখানার একজন শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা রবি চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা নিহতের মরদেহটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :