ঢাকা, ১৯ ডিসেম্বর : দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আলাপকালে সম্পাদকদ্বয়ের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ড. মুহাম্মদা ইউনূস বলেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হামলার শামিল। এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে একটি বড় বাধা সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
টেলিফোন আলাপকালে সম্পাদকদের এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এছাড়া খুব শিগগিরই সম্পাদকদ্বয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :