ঢাকা, ২২ ডিসেম্বর: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার (২১ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপি নেতা তারেক রহমানের প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উদ্যাপনসহ নিরাপত্তাসংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। ওসমান হাদি হত্যাকাণ্ড ও অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পুলিশের ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে ৩১ জন শনাক্ত এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ছয়জন গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- মো. কাশেম ফারুকি, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, মো. সোহেল রানা, এবং মো. শফিকুল ইসলাম। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এছাড়া, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে তিনজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :