আমেরিকা , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা ডেট্রয়েটে রাইডশেয়ার গাড়িকে লক্ষ্য করে গুলি, চালক ও যাত্রী আহত ডেট্রয়েটে গুলি-ছুরিকাঘাত : একজন  নিহত, আহত ১ ডেট্রয়েটে মাদুরো গ্রেপ্তার নিয়ে উল্লাস ভেনেজুয়েলা ইস্যুতে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী বিক্ষোভ বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান ভোররাতে দুদফা ভূমিকম্প : ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প ‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান ডেট্রয়েট–উইন্ডসর টানেল ও অ্যাম্বাসেডর ব্রিজে টোল বৃদ্ধি
দিনে একবার সেবনযোগ্য ওষুধ এফডিএ অনুমোদিত

মিশিগান গবেষকদের আবিষ্কারে লিউকেমিয়ায় নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৩:০৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৩:০৫:০৯ পূর্বাহ্ন
মিশিগান গবেষকদের আবিষ্কারে লিউকেমিয়ায় নতুন দিগন্ত
ইউনিভার্সিটি অফ মিশিগানের প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক টমাস সিয়েরপিকি (বামে) এবং জোলান্টা গ্রেম্বেকা এই বছর তীব্র মাইলোয়েড লিউকেমিয়া ও NPM1 জেনেটিক মিউটেশন আক্রান্ত রোগীদের জন্য তৈরি ওষুধের এফডিএ অনুমোদন পেয়েছেন/Leisa Thompson, Michigan Photograohy

অ্যান আরবার, ২৩ ডিসেম্বর : কয়েক দশক আগেও অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়া (এএমএল)—অস্থিমজ্জা ও রক্তের একটি বিরল কিন্তু আগ্রাসী ক্যান্সার—আক্রান্ত রোগীদের জানানো হতো যে কার্যকর চিকিৎসার তেমন কোনো পথ নেই। তবে ইউনিভার্সিটি অফ মিশিগানের (ইউএম) দুই গবেষকের যুগান্তকারী গবেষণার ফলে সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে।
ইউএম-এর প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোলান্তা গ্রেমবেকা ও টমাস সিয়েরপিকির গবেষণার ভিত্তিতে তৈরি নতুন ওষুধ ‘কমজিফটি’ (KOMZIFTI) চলতি বছর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর অনুমোদন পেয়েছে। এটি দিনে একবার সেবনযোগ্য একটি ওষুধ, যা অ্যাকিউট মাইলোয়েড লিউকেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।
এএমএল একটি দ্রুত বর্ধনশীল ও মারাত্মক রক্তের ক্যান্সার, যা যেকোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, তবে ৬০ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এর প্রকোপ বেশি। নতুন এই ওষুধটি লিউকেমিয়ার বৃদ্ধি ঘটানো নির্দিষ্ট প্রোটিনগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া বন্ধ করতে সহায়তা করে, যা চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আমেরিকান ক্যান্সার সোসাইটির বৈজ্ঞানিক পরিচালক ডগলাস হার্স্ট বলেন, ওষুধ আবিষ্কার করা সহজ কাজ নয়। এতে অনেক সময়, শ্রম ও অর্থের প্রয়োজন হয়। তিনি বলেন, প্রাথমিক গবেষণার জন্য ড. গ্রেমবেকা ও ড. সিয়েরপিকিকে সহায়তা করতে পেরে এসিএস গর্বিত। এই মৌলিক গবেষণাগুলোই পরে এফডিএ অনুমোদিত এই নতুন চিকিৎসা আবিষ্কারের পথ তৈরি করেছে।
আমেরিকান ক্যান্সার সোসাইটির মুখপাত্র অ্যাশলে নুনান জানান, এই দুই গবেষকই সংস্থাটির কাছ থেকে প্রাথমিক গবেষণার জন্য অনুদান পেয়েছিলেন।
পোল্যান্ডের রোকলাউ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পরিচয় হওয়া গ্রেমবেকা ও সিয়েরপিকি ২০০০-এর দশকের শুরুতে গবেষণার সুযোগ বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন। সেখানেই তারা লিউকেমিয়ার বৃদ্ধির জন্য দায়ী প্রোটিন মিথস্ক্রিয়া বন্ধ করার সম্ভাব্য পথ খুঁজে পান।
গ্রেমবেকা বলেন, “প্রায় ১৮ বছর আগে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করার সময় আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট লিউকেমিয়া উপপ্রকারে মেনিন নামের একটি প্রোটিনকে লক্ষ্যবস্তু করা যেতে পারে।”
তাদের মতে, যুক্তরাষ্ট্রে না এলে এই গবেষণা সম্ভব হতো না। সিয়েরপিকি বলেন, “আমরা এখানে বৈজ্ঞানিক স্বাধীনতা ও পর্যাপ্ত অর্থায়নের সুযোগ পেয়েছি, যা আমাদের গবেষণাকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।”
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, লিউকেমিয়া মূলত শ্বেত রক্তকণিকাকে প্রভাবিত করে। অস্থিমজ্জা অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা অতিরিক্ত উৎপাদন করলে রোগীর মধ্যে দীর্ঘস্থায়ী ক্লান্তি, বারবার নাক দিয়ে রক্তপাত, হাড়ের ব্যথা ও হঠাৎ ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, যদিও লিউকেমিয়া শিশুদের ক্যান্সারের সাথে সম্পর্কিত, এটি যেকোনো বয়সেই হতে পারে।
ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৬৭ হাজার নতুন লিউকেমিয়া রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এ রোগে প্রায় ২৩ হাজার ৫০০ মানুষের মৃত্যু হতে পারে। ২০১৭–২১ সময়কালে মিশিগানে প্রতি এক লাখে আনুমানিক ১৩.৮ জন লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন, যা জাতীয় গড়ের কাছাকাছি। তবে ২০১৮–২২ সময়ে মিশিগানে লিউকেমিয়া মৃত্যুহার জাতীয় গড়ের তুলনায় কিছুটা বেশি ছিল।
নতুন এই ওষুধের অনুমোদন লিউকেমিয়া চিকিৎসায় আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা