আমেরিকা , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা ডেট্রয়েটে রাইডশেয়ার গাড়িকে লক্ষ্য করে গুলি, চালক ও যাত্রী আহত ডেট্রয়েটে গুলি-ছুরিকাঘাত : একজন  নিহত, আহত ১ ডেট্রয়েটে মাদুরো গ্রেপ্তার নিয়ে উল্লাস ভেনেজুয়েলা ইস্যুতে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী বিক্ষোভ বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান ভোররাতে দুদফা ভূমিকম্প : ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প ‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান ডেট্রয়েট–উইন্ডসর টানেল ও অ্যাম্বাসেডর ব্রিজে টোল বৃদ্ধি

ডিয়ারবর্নকে নিয়ে তুলসি গ্যাবার্ড কী বললেন? কেন ক্ষুব্ধ বাসিন্দারা

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০২:১৭:৩৫ পূর্বাহ্ন
ডিয়ারবর্নকে নিয়ে তুলসি গ্যাবার্ড কী বললেন? কেন ক্ষুব্ধ বাসিন্দারা
তুলসি গ্যাবার্ড/Photo Facebook ,Tulsi Gabbard

ডিয়ারবর্ন, ২৪ ডেসেম্বর : জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য ডিয়ারবর্নের মুসলিম সম্প্রদায় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলছেন, এসব বক্তব্যে শহরের জনগোষ্ঠী ও তাদের বিশ্বাসকে ভুলভাবে এবং বিপজ্জনকভাবে উপস্থাপন করা হয়েছে।
রোববার অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ-এর বার্ষিক আমেরিকাফেস্ট সম্মেলনে বক্তৃতাকালে গ্যাবার্ড বলেন, “ইসলামপন্থী মতাদর্শ আল-কায়েদা, আইএসআইএস, আল-শাবাব, হামাস, বোকো হারামসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ইন্ধন জোগায়।”
তিনি আরও দাবি করেন, “মিশিগানের ডিয়ারবর্ন ও মিনেসোটার মিনিয়াপোলিসের মতো শহরগুলোতে ইসলামপন্থী ধর্মগুরুরা প্রকাশ্যে এই মতাদর্শ প্রচার করছেন এবং তরুণদের উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।”
টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠা করেছিলেন রক্ষণশীল কর্মী চার্লি কার্ক। গত ১০ সেপ্টেম্বর উটাহের ওরেম শহরে উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তার বয়স ছিল ৩১ বছর। চার দিনব্যাপী আমেরিকাফেস্ট সম্মেলনটি ছিল কার্কের মৃত্যুর পর সংগঠনটির প্রথম বড় জাতীয় আয়োজন।
এ বিষয়ে মঙ্গলবার যোগাযোগ করা হলে ডিয়ারবর্ন সিটি কর্তৃপক্ষের মুখপাত্র হাসান আব্বাস জানান, এ নিয়ে শহর প্রশাসনের কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই। তবে ডিয়ারবর্নের আজীবন বাসিন্দা ও আইনজীবী মাজেদ মুগনি—যিনি ‘ডিয়ারবর্ন এরিয়া মেম্বারস’ ফেসবুক গ্রুপ পরিচালনা করেন—গ্যাবার্ডের বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “জাতীয় পর্যায়ের নেতাদের এমন বক্তব্যে আমি গভীরভাবে উদ্বিগ্ন, যা পুরো একটি সম্প্রদায়কে ব্যাপক ও বিপজ্জনকভাবে চিত্রিত করে।”
মুগনি আরও বলেন, “ডিয়ারবর্ন হলো আইন মেনে চলা, সংবিধানকে সম্মানকারী আমেরিকানদের শহর, যারা সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করে। যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা আমাদের শহরকে আলাদাভাবে চিহ্নিত করেন, তখন তা ভয় ছড়ায়, হয়রানিকে উৎসাহিত করে এবং নিরীহ পরিবারগুলোর নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়।”
তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ডিয়ারবর্নে বিদ্বেষমূলক বক্তব্য ও প্রাণনাশের হুমকি উদ্বেগজনক হারে বেড়েছে, যা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং সামগ্রিকভাবে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
এদিকে, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয়ে মঙ্গলবার যোগাযোগ করা হলে মুখপাত্র অলিভিয়া সি. কোলম্যান মুগনির উত্থাপিত “সম্পূর্ণ সম্প্রদায়কে বিপজ্জনকভাবে চিত্রিত করার” অভিযোগের সরাসরি জবাব দেননি। পরিবর্তে তিনি ডিয়ারবর্নে কথিত অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রকাশনার লিঙ্ক সরবরাহ করেন।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা