ঢাকা, ২৬ ডিসেম্বর: জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
জুমার নামাজের পর শুরু হওয়া এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ তাদের তিন দফা দাবি পেশ করেছে:
১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন করা।
২. নিরপেক্ষ তদন্তের জন্য এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত করা।
৩. প্রশাসন ও গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “হাদি ভাইকে গুলি করার ১৪ দিন পার হলেও রাষ্ট্র কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। সরকার যদি একজন নাগরিকের নিরাপত্তা ও বিচার দিতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।” তিনি আরও অভিযোগ করেন, সরকার ক্যান্টনমেন্টে হাজিরা দিতে পারলেও জনগণের সামনে এসে জবাবদিহি করতে ভয় পাচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাবি নেত্রী ফাতিমা তাসনিম জুমা এবং রাকসু জিএস সালাউদ্দিন আম্মার একসুরে বলেন, “ইনসাফ না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে।” আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, সরকার বা রাষ্ট্রের কোনো প্রতিনিধিকে আলোচনা করতে হলে শাহবাগে জনগণের সামনে এসে কথা বলতে হবে। বর্তমানে শাহবাগ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :