ঢাকা, ২৮ ডিসেম্বর: নির্বাচনী জোট গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনীতি। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের পরিকল্পনার প্রেক্ষিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
রোববার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নির্ভরযোগ্য মিত্র নয়। তিনি সতর্ক করেছেন, যদি এনসিপি তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় যায়, তবে ভবিষ্যতে দলের জন্য অনেক কঠিন মূল্য চুকাতে হবে।
সামান্তার মতে, এনসিপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রকল্প জামায়াতের সঙ্গে সম্পূর্ণ আলাদা। বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ‘সেকেন্ড রিপাবলিক’ গড়ে তোলার যে অঙ্গীকার নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, তা জামায়াতের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও উল্লেখ করেছেন যে, গত দেড় বছর ধরে এনসিপি যে নীতিগত অবস্থানে ছিল, বর্তমান জোট সেই অবস্থান থেকে বিচ্যুতি।
ফেসবুক পোস্টে সামান্তা স্মরণ করিয়ে দিয়েছেন যে, জুলাই পদযাত্রার পর থেকে এনসিপি শীর্ষ নেতৃত্ব বারবার ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং সারাদেশে স্বতন্ত্রভাবে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছিল। হঠাৎ জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করা নীতিগতভাবে দলের অবস্থানের বিরোধী।
তিনি স্পষ্ট করেছেন, জামায়াতের বিরোধিতা মানেই বিএনপির পাশে থাকা নয়, বরং এটি এনসিপির নিজস্ব আদর্শ রক্ষার লড়াই। জোট ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :