ঢাকা, ২৮ ডিসেম্বর: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ভাঙন ও অস্থিরতা আরও তীব্রতর হয়েছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের প্রতিবাদে এবং দলের অভ্যন্তরীণ অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এনসিপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি দল ছাড়ার ঘোষণা দেন। তাজনূভা অভিযোগ করেন, এনসিপি যে প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে, তা কোনো রাজনৈতিক কৌশল নয় বরং একটি সুপরিকল্পিত ‘জিম্মি দশা’, যা সাধারণ কর্মীদের সঙ্গে প্রতারণা।
তিনি উল্লেখ করেন, দলের শীর্ষ নেতারা ৩০০ আসনে একক প্রার্থীর ঘোষণা দিয়ে ১২৫ জনকে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের জন্য আসন ছেড়ে বাকিদের নির্বাচন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ সত্ত্বেও এনসিপির প্রার্থীদের স্বতন্ত্রভাবে দাঁড়ানোর সুযোগও রাখা হয়নি।
পদত্যাগকারী নেত্রী আরও অভিযোগ করেন, এনসিপির ভেতরে ‘মাইনাস পলিটিক্স’ বা একে অপরকে সরিয়ে দেওয়ার রাজনীতি চরম আকার ধারণ করেছে। যারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও মধ্যপন্থার রাজনীতি অনুসরণ করতেন, তাদের ‘আবেগী’ তকমা দিয়ে গুরুত্ব দেওয়া হয়নি।
তাজনূভা জাবীন বলেন, নেতারা মুখে জবাবদিহিতার কথা বললেও দলের ভেতরে একনায়কতন্ত্র চলছে, এবং জামায়াত-চরমোনাই জোটে ৭০টি আসন সমঝোতা হওয়া সত্ত্বেও এনসিপি কেন কোণঠাসা হলো, তা প্রশ্নের বিষয়। তিনি পদত্যাগের পাশাপাশি নির্বাচনী প্রচারণার জন্য প্রাপ্ত সকল অনুদান দাতা বা ডোনারদের ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :