অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা সাম্প্রতিক সময়ে সাংবাদিক শরীফ আল হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর গণমাধ্যমে হামলা ও সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। গণমাধ্যমকে চাপে রেখে একটি সুস্থ ও স্বচ্ছ সমাজ কখনোই গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে সাংবাদিকরা এ অস্থিতিশীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সেক্রেটারি তোফায়েল রেজা। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন। সভায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়

বাংলা প্রেস ক্লাব মিশিগান কর্তৃপক্ষ জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার বাইরে পরিবার–পরিজনকে সঙ্গে নিয়ে কিছু সময় কাটানোর সুযোগ সৃষ্টি করাই এই ডিনারের মূল উদ্দেশ্য। আয়োজকদের মতে, সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
এর আগে কেক কেটে মিশিগানের জনপ্রিয় নিউজ পোর্টাল সুপ্রভাত মিশিগান-এর আট (৮) বছর পদার্পণ পূর্তি উদযাপন করেন সাংবাদিক পরিবার। এসময় স্বাগত বক্তব্যে রাখেন সম্পাদক চিন্ময় আচার্য্য।

নিজস্ব প্রতিনিধি :