ওয়ারেন, ২৯ ডিসেম্বর : গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক বর্ণাঢ্য ফ্যামেলি ডিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত গোয়াইনঘাট পরিবারের স্কুল ও কলেজ গ্রেজুয়েট প্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ৩৮ জনকে সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ায় নাদিয়া ইসলাম মিম এবং ডিএম ডিগ্রি সম্পন্ন করে ডাক্তারি পেশায় যোগদান করায় ডাক্তার নুসরাত জাহান জেসিকে বিশেষ সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে।
শিশু-কিশোরদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বদরুল- এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিক উদ্দিন ও যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন। অনুষ্ঠানে ফিরজারল্যান্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

তোফায়েল রেজা সোহেল :