আমেরিকা , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা ডেট্রয়েটে রাইডশেয়ার গাড়িকে লক্ষ্য করে গুলি, চালক ও যাত্রী আহত ডেট্রয়েটে গুলি-ছুরিকাঘাত : একজন  নিহত, আহত ১ ডেট্রয়েটে মাদুরো গ্রেপ্তার নিয়ে উল্লাস ভেনেজুয়েলা ইস্যুতে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী বিক্ষোভ বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান ভোররাতে দুদফা ভূমিকম্প : ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প ‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান ডেট্রয়েট–উইন্ডসর টানেল ও অ্যাম্বাসেডর ব্রিজে টোল বৃদ্ধি
প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় প্রাণের উৎসব

শেলবি টাউনশীপে বর্ণিল থার্টি-ফার্স্ট নাইট উদযাপন

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৩:১১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৩:১১:৪৩ পূর্বাহ্ন
শেলবি টাউনশীপে বর্ণিল থার্টি-ফার্স্ট নাইট উদযাপন
শেলবি টাউনশীপ, ১ জানুয়ারি :আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালিরা। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেলবি টাউনশীপ, হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ওয়ারেন, স্টার্লিং হাইটসসহ বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশিরা নানান কর্মসূচিতে অংশ নিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে। কমিউনিটি হল, রেস্টুরেন্ট ও ব্যক্তিগত বাসাবাড়িতে পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মিলনমেলার মধ্য দিয়ে কাটে প্রবাসীদের বছরের শেষ রাত।
এদিন বহু পরিবারে নৈশভোজ, সঙ্গীতানুষ্ঠান ও আড্ডার মধ্য দিয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাত ৯টায় শেলবি টাউনশীপের নিউ লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টে স্থানীয় কমিউনিটির কয়েকজন উদ্যোক্তার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় জমকালো “থার্টি ফার্স্ট নাইট পার্টি”। নাচ-গান, কেক কাটা এবং নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে রাতটি পরিণত হয় প্রাণবন্ত এক সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে পৃথা দেবের প্রাণবন্ত কয়েকটি গান এবং শিল্পী কেয়ারের মায়াবী সুর উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। তাছাড়া রাহুল দাশ ও অসিত পুরকায়স্থ কমলের পরিবেশনাও 
পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো নাচ, সুর, হাসি আর আনন্দধ্বনি। অতিথিদের অংশগ্রহণ, শিল্পীদের পরিবেশনা ও প্রাণবন্ত উপস্থাপনায় রাতটি শুধু জমজমাটই হয়নি, বরং প্রবাসী বাংলাদেশি সমাজে নতুন বছরের সূচনায় একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিশিগান প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, যিনি পুরো সন্ধ্যায় তার প্রাণবন্ত সঞ্চালনা দিয়ে অনুষ্ঠানকে গতিশীল করে রাখেন।

রাতের অন্যতম জনপ্রিয় আয়োজন ছিল শিশু ও নারীদের অংশগ্রহণে পিলো পাসিং খেলা। বহু প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত খেলায় প্রথম হন শম্পা পাল, দ্বিতীয় গৌরি আচার্য্য বেবী, এবং তৃতীয় স্থান অর্জন করেন পৃথা দেব। বিজয়ীদের হাতে উপহার তুলে দেন আয়োজকরা।
রাত ১২টা ১ মিনিটে কাউন্টডাউন শেষে নববর্ষকে স্বাগত জানানো হয় কেক কেটে। সে মুহূর্তে উপস্থিত অতিথিরা একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে বরণ করে নেন। এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন রাহুল দাশ, অনুকুল দেবনাথ এবং সঞ্জয় শীল।

উল্লেখ্য, ২০১৮ সালের এই দিনে ‘সুপ্রভাত মিশিগান’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টার্লিং হাইটস সিটির সৌরভ চৌধুরীর বাসভবনে প্রথমবারের মতো থার্টি ফার্স্ট নাইট ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সে আয়োজনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক মরহুম আব্দুর রহমান। তার হাত ধরেই যে ঐতিহ্যের সূচনা হয়েছিল, আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতাকেই বহন করছে। বক্তারা আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে তাঁর সাংবাদিকতার দীপ্তি এবং প্রভাব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা