এদিন বহু পরিবারে নৈশভোজ, সঙ্গীতানুষ্ঠান ও আড্ডার মধ্য দিয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। অনেকেই নতুন বছরকে স্বাগত জানাতে বর্ষবরণ স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাত ৯টায় শেলবি টাউনশীপের নিউ লিটল ইন্ডিয়া রেস্টুরেন্টে স্থানীয় কমিউনিটির কয়েকজন উদ্যোক্তার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় জমকালো “থার্টি ফার্স্ট নাইট পার্টি”। নাচ-গান, কেক কাটা এবং নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে রাতটি পরিণত হয় প্রাণবন্ত এক সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে পৃথা দেবের প্রাণবন্ত কয়েকটি গান এবং শিল্পী কেয়ারের মায়াবী সুর উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। তাছাড়া রাহুল দাশ ও অসিত পুরকায়স্থ কমলের পরিবেশনাও
পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো নাচ, সুর, হাসি আর আনন্দধ্বনি। অতিথিদের অংশগ্রহণ, শিল্পীদের পরিবেশনা ও প্রাণবন্ত উপস্থাপনায় রাতটি শুধু জমজমাটই হয়নি, বরং প্রবাসী বাংলাদেশি সমাজে নতুন বছরের সূচনায় একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিশিগান প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী, যিনি পুরো সন্ধ্যায় তার প্রাণবন্ত সঞ্চালনা দিয়ে অনুষ্ঠানকে গতিশীল করে রাখেন।

রাতের অন্যতম জনপ্রিয় আয়োজন ছিল শিশু ও নারীদের অংশগ্রহণে পিলো পাসিং খেলা। বহু প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত খেলায় প্রথম হন শম্পা পাল, দ্বিতীয় গৌরি আচার্য্য বেবী, এবং তৃতীয় স্থান অর্জন করেন পৃথা দেব। বিজয়ীদের হাতে উপহার তুলে দেন আয়োজকরা।
রাত ১২টা ১ মিনিটে কাউন্টডাউন শেষে নববর্ষকে স্বাগত জানানো হয় কেক কেটে। সে মুহূর্তে উপস্থিত অতিথিরা একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে বরণ করে নেন। এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন রাহুল দাশ, অনুকুল দেবনাথ এবং সঞ্জয় শীল।

উল্লেখ্য, ২০১৮ সালের এই দিনে ‘সুপ্রভাত মিশিগান’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্টার্লিং হাইটস সিটির সৌরভ চৌধুরীর বাসভবনে প্রথমবারের মতো থার্টি ফার্স্ট নাইট ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। সে আয়োজনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক মরহুম আব্দুর রহমান। তার হাত ধরেই যে ঐতিহ্যের সূচনা হয়েছিল, আজকের অনুষ্ঠান সেই ধারাবাহিকতাকেই বহন করছে। বক্তারা আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে তাঁর সাংবাদিকতার দীপ্তি এবং প্রভাব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজস্ব প্রতিনিধি :