দেখতে দেখতে ৮ বছর পূর্ণ করল মিশিগানের প্রবাসী বাঙালিদের প্রিয় অনলাইন গণমাধ্যম ‘সুপ্রভাত মিশিগান’। আত্মপ্রকাশের পর থেকে পাঠকের আস্থা ও ভালোবাসার সঙ্গে এই যাত্রা অব্যাহত আছে। সাফল্য অর্জন করা যেমন কঠিন, সেটি ধরে রাখা ততটাই চ্যালেঞ্জিং। কিন্তু ‘সুপ্রভাত মিশিগান’ তা করে দেখিয়েছে।
সুপ্রভাত মিশিগান দীর্ঘদিন ধরে মিশিগানের স্থানীয় সংবাদসহ বাংলাদেশের কৃষ্টি-কালচার ও নানা গুরুত্বপূর্ণ খবর পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে। শুরু থেকেই পত্রিকাটি কোনো ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রাখেনি; বরং প্রবাসী সমাজের তথ্য, অনুভূতি ও সংস্কৃতি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ববোধ থেকেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আমি পেশাগতভাবে একজন সাংবাদিক ছিলাম, এটাই ছিল আমার পরিচয়, প্রফেশন ও গর্বের জায়গা। তবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে আসার পর নতুন দেশ, নতুন পরিবেশ ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে সেই পেশার অভ্যাসে বিরতি আসে। সাংবাদিকতা ছাড়া প্রবাস জীবনের দীর্ঘ আটটি বছর পেরিয়ে যায় এবং সময়ের সঙ্গে পরিবারও কিছুটা স্বচ্ছলতায় পৌঁছে। ঠিক সেই সময়েই আমার বড় ছেলে তন্ময় ও তীর্থ শুধু লেখালেখির তাগিদই দেয়নি বরং আমার ভেতরের অনেকদিনের সুপ্ত সাংবাদিকতা প্রাণটিকে তারা যেন জাগিয়ে তুলেছিল। পত্রিকা বের করার ভাবনাটি তাদের কাছ থেকেই প্রথম আসে।
তবে দীর্ঘদিন লেখালেখি না করার কারণে শুরুটা সহজ ছিল না। কম্পিউটারে কম্পোজ, ফটোশপের কাজ থেকে পত্রিকার মেকাপ ও গেটাপ সবই আমার নখদর্পনে ছিল, কিন্তু দীর্ঘদিন এসব কাজ না করার কারণে সব কিছুই ভুলে গিয়েছিলাম। তাই ধৈর্য ধরে ধাপে ধাপে আবার শিখতে হয়েছে, নিজেকে অনুশীলনের মাধ্যমে ফিরিয়ে আনতে হয়েছে।
প্রবাসী বাঙালিদের সঙ্গে সংযোগ বজায় রাখার আকাঙ্ক্ষা থেকেই ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আত্মপ্রকাশ করে ‘সুপ্রভাত মিশিগান’। পত্রিকার লক্ষ্য কখনো ব্যবসায়িক ছিল না; পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করাটাই মূল উদ্দেশ্য। এটি কেবল সংবাদপত্র নয়, বরং প্রবাসী বাঙালির অনুভূতি, তাদের আনন্দ, দুঃখ ও সংগ্রামের গল্প বলার একটি মাধ্যম।
আজ এই শুভ দিনে আমরা সেই অবিচল যাত্রার আনন্দ উদযাপন করছি। আট বছরের সংগ্রাম, ধৈর্য, আবেগ এবং পাঠকের ভালোবাসা সব মিলিয়ে ‘সুপ্রভাত মিশিগান’ প্রবাসী বাঙালির গর্বের প্রতীক হয়ে উঠেছে। আজকের এই বিশেষ দিনে পত্রিকার সকল পাঠক, লেখক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি রইল অন্তরের গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

চিন্ময় আচার্য্য :